(ক) কাঞ্চন নগর মডেল হাই স্কুলের বর্তমান ছাত্র/ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা।
(খ) গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
(গ) কাঞ্চন নগর মডেল হাই স্কুলেকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করা ও আন্তর্জাতিকমানের শিক্ষা দানে উতসাহিত করা।
(ঘ) গতিশীল কর্মপদ্ধতি ও সুনাগরিক সৃষ্টির লক্ষে স্কুলে কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম,আলোচনা, বিতর্ক ,খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা।
(ঙ) শিক্ষক/শিক্ষীকা, কর্মজীবীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা।
(চ) প্রাক্তন ছাত্র/ছাত্রীদের সম্পৃক্ত করে বিশেষ টিম (মাডিকেল, তথ্য প্রযুক্তি, আইন) করে স্কুলের বর্তমান ছাত্র/ছাত্রীদের সহায়তা করা
(ছ) অভাবগ্রস্তদের সহযোগিতা করা।